অনলাইন ডেস্ক
ফিলিস্তিনের গাজায় পাঁচদিন ধরে বিরামহীন বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। অব্যাহত হামলায় জনবহুল গাজা রূপ নিয়েছে বিধ্বস্ত এক জনপদে। হামলা থেকে রেহাই পাচ্ছে না অ্যাম্বুলেন্স থেকে শুরু করে শরণার্থীশিবিরও। জাতিসংঘের তথ্যমতে গাজা ও এর আশপাশের এলাকায় বাস্তুচ্যুত হয়েছে দুই লাখ ৬০ হাজার মানুষ। প্রয়োজনীয় খাদ্য, পানীয়, ওষুধ ও জ্বালানী সংকটে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটতে চলেছে বলে সতর্ক করেছে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।
গাজার চেহারা পুরোপুরি পাল্টে দেয়ার হুমকি দিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী। মঙ্গলবার রাতেও অন্তত দুশো স্থান থেকে গাজার ওপর বিমান হামলা চালানো হয়। বিমান হামলার পর, এবার গাজায় স্থল বাহিনী পাঠানোর প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। এরই অংশ হিসেবে সীমান্ত এলাকায় বিপুল সেনা সমাবেশ ঘটিয়েছে দেশটি। গাজায় বড় ধরণের স্থল হামলা চালানো হতে পারে বলে আশংকা সংশ্লিষ্টদের।
ইসরায়েলের হামলায় গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা এক হাজারের কাছাকাছি। এর মধ্যে নারী ও শিশু রয়েছে ২৬০জন। প্রাণ হারিয়েছে আট সাংবাদিকও। আর ইসরাইলে প্রাণহানীর সংখ্যা দাঁড়িয়েছে ১২’শো জনে। আহত হয়েছে র্আও কয়েক হাজার মানুষ।
এদিকে, ইসরায়েলে রকেট হামলা অব্যাহত রেখেছে হামাস। লেবানন ও গাজা থেকে ইসরাইলে রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরাইল কর্তৃপক্ষ।
হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন আখ্যা দিয়ে তাদের দমনে ইসরায়েলকে সব ধরনের সহায়তা দিতে আবারও ঘোষণা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। এরইমধ্যে ইসরাইলে পৌঁছেছে আমেরিকার পূর্ব ঘোষিত সামরিক সহায়তা বহনকারী বিমান।
ইসরাইল ফিলিস্তিনের সংঘাত মধ্যপ্রাচ্যে মার্কিন নীতির ব্যর্থতার প্রমাণ বলে মন্তব্য করেছে রুশ প্রেসিডেন্ট ভ¬াদিমির পুতিন। মঙ্গলবার মস্কো সফরে থাকা ইরাকের প্রধানমন্ত্রী মুহাম্মদ শিয়া আল সুদানীর সাথে আলোচনা চলাকালে তিনি আরও জানান, ফিলিস্তিনিদের স্বার্থ উপেক্ষা করে আমেরিকার একচেটিয়া কর্তৃত্বের ফলেই এই উত্তেজনা ছড়িয়েছে।
এছাড়া চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরাইলকে সহায়তা করলে ওয়াশিংটনকে কড়া জবাব দেয়ার হুমকি দিয়েছে ইরাক ইয়েমেনের সশ্রস্ত্রগোষ্ঠীগুলো। প্রয়োজনে ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং অন্যান্য উপকরণ ব্যবহার করে হামলা চালানো হবে বলে জানিয়েছে তারা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা