অনলাইন ডেস্ক
ঘরের মাঠে ওয়ানডে বিশ^কাপকে সামনে রেখে বিশিষ্টজনদের জন্য গোল্ডেন টিকিটের ব্যবস্থা করেছে বিসিসিআই। এই বিশেষ টিকিট দিয়ে বিশ্বকাপের সব ম্যাচ দেখা যাবে। বিসিসিআইয়ের অতিথি হিসেবে ভিআইপি বক্সে বসে বিশ্বকাপের খেলা দেখতে পাবেন বিশিষ্টজনরা। টেন্ডুলকারের আগে প্রথম গোল্ডেন টিকিট পেয়েছেন বলিউড তারকা অমিতাভ বচ্চন। টেন্ডুলকারের বাড়িতে গিয়ে তার কাছে দ্বিতীয় টিকিট তুলে দেন জয় শাহ। টেন্ডুলকারকে টিকিট দেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করে বিসিসিআই।
ছবির ক্যাপশনে বিসিসিআই লিখেছে, ‘ক্রিকেট ও দেশের জন্য অবিশ্বাস্য একটি মুহূর্ত। ‘গোল্ডেন টিকিটস ফর ইন্ডিয়ান আইকন’ কর্মসূচিতে এবার টেন্ডুলকারের হাতে বিশ্বকাপ টিকিট তুলে দেওয়া হলো। টেন্ডুলকারের ক্রিকেট প্রতিভা ও তার সাফল্য প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে। এবার বিশ্বকাপের সঙ্গে জড়িত হলেন টেন্ডুলকারও। বিশ্বকাপের খেলা চলাকালীন মাঠে উপস্থিত থাকবেন তিনি।’
আগামী ৫ অক্টোবর ভারতের আহমেদাবাদে গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। ১৯ নভেম্বর ফাইনাল দিয়ে শেষ হবে বিশ্বকাপ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা