অনলাইন ডেস্ক
এই মুহুর্তে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ আম্পায়ার শরফদৌলা ইবনে সৈকতও যাচ্ছেন ভিন্ন এক মিশনে। আইসিসির এমার্জিং প্যানেলের এই আম্পায়ার ২২ আগষ্ট থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান-আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দায়িত্ব পালন করবেন। এরপর উইন্ডিজ-আফগানিস্তান ওয়ানডে সিরিজেও যাবার কথা সৈকতের। সেই সাথে আছে বিশ্বকাপে দায়িত্ব পালন করার উজ্জল সম্ভাবনা।
বিসিবির আম্পায়ার্স কমিটি চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, এবারের এশিয়া কাপ ওয়ানডে ফরম্যাট দেখে আইসিসির এলিট প্যানেল থেকে আম্পায়ার আসবে এবং এশিয়া কাপে অংশগ্রহণকৃত দেশ থেকে একজন করে আম্পায়ার চেয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। গতবারের পারফরমেন্স বিবেচনা করলে মাসুদুর রহমান মুকুল খুবই ভালো করেছে বলেই এবার তাকে পাঠাচ্ছি।
এদিকে, জাতীয় দলের সাবেক আধিনায়ক ও বিসিবির প্রধান ম্যাচ রেফারি রকিবুল হাসান হেড কোচ চান্দিকা হাথুরুসিংহে ও তার ছেলেকে নিয়ে গণমাধ্যমে সমালোচনা করায় বিব্রত বিসিবি, বলছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। এই বিষয়ে রকিবুল হাসানের সাথে নিজে কথা বলার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
ইফতেখার রহমান মিঠু বলেন, ডিপার্টমেন্ট হিসেবে নিশ্চিতভাবে আমরা বিব্রত। সে (রকিবুল হাসান) যেসব কমেন্ট করেছেন, সে তো কোনো প্রমাণ সাপেক্ষে করেননি। যেটা ক্রিকেট বোর্ডের প্রক্রিয়া আছে আমাদের ডিসিপ্লিন কমিটি আছে, তারা ডেকে তাকে (রকিবুল হাসান) জিজ্ঞেস করবেন।
গত রোবাবার ‘ক্রিকেট অঙ্গন’ নামের একটি ব্যানারের এক অনুষ্ঠঅনে হাজির হয়ে সামালোচিত হন কোয়াবের সাধারণ সম্পাদক ও বিসিবির ম্যাচ রেফারি দেবব্রত পাল। এই ঘটনার পর ব্যস্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন তিনি। তবে দেবব্রত পালের পদত্যাগ এখনও গ্রহন করেনি বিসিবি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা