অনলাইন ডেস্ক
নিকোলাস পুরান ও ব্র্যান্ডন কিংয়ের দাপুটে ব্যাটিংয়ে ৮ উইকেটে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের কাছে টেস্ট ও ওয়ানডেতে হারের পর টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেলো তারা ৩-২ ব্যবধানে।
বজ্রপাতের কারণে কয়েক দফায় বন্ধ হয় ম্যাচ। তবে নির্ধারিত ২০ ওভারেই শেষ হয়েছে দুই দলের লড়াই। টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে সূর্যকুমার যাদবের হাফ সেঞ্চুরিতে ভারত করে ৯ উইকেটে ১৬৫ রান। জবাবে ১৮ ওভারে ২ উইকেটে ১৭১ রান করে ক্যারিবিয়ানরা।
আগের দিন ভারতের ৯ উইকেটের জয়ের নায়ক যশস্বী জয়সওয়াল মাত্র ৫ রানে ফিরে যান। আকিল হোসেন আরেক ওপেনার শুবমান গিলকেও (৯) নিজের দ্বিতীয় শিকার বানান।
১৭ রানে ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে তিলক ভার্মাকে নিয়ে ৪৯ ও পঞ্চম উইকেটে ৪৩ রানের জুটি গড়েন সূর্যকুমার। তার ৪৫ বলে ৬১ রানের ইনিংস ছিল সেরা।
সূর্যকুমার বাদে আর কারও ব্যাট হাসেনি। রোমারিও শেফার্ডের দুর্দান্ত বোলিংয়ে শেষ দিকে ৩১ রানের মধ্যে ৫ উইকেট হারায় ভারত। তাতে হয়নি প্রত্যাশিত স্কোর। ১৬৫ রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ভারতকে।
শেফার্ড সর্বোচ্চ চার উইকেট নেন। দুটি করে পান জেসন হোল্ডার ও আকিল।
১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কাইল মায়ার্সকে দলীয় ১২ রানে হারায় উইন্ডিজ। ব্যাটিং পজিশনে এগিয়ে ক্রিজে নামেন পুরান। ওপেনার কিংকে নিয়ে জয়ের ভিত গড়ে ফেরেন তিনি। যদিও হাফ সেঞ্চুরি হয়নি মাত্র ৩ রানের জন্য। দুজনের জুটিতে আসে ১০৭ রান। ৩৫ বলে ১ চার ও ৪ ছয়ে ৪৭ রান করেন পুরান।
তারপর শাই হোপকে নিয়ে দলকে জয়ের বন্দরে নেন কিং। ৫৫ বলে ৫ চার ও ৬ ছয়ে ৮৫ রানের ঝড় তুলে অপরাজিত ছিলেন তিনি। অন্য প্রান্তে ২২ রানে খেলছিলেন হোপ। দুজনের জুটি ছিল ৫২ রানের।
ম্যাচসেরা হয়েছেন শেফার্ড। ১৭৬ রান করে সিরিজের সেরা পুরান।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা