অনলাইন ডেস্ক
গতকাল শনিবার রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এ পর্যন্ত ১৩টি মামলা হয়েছে। এমধ্যে পুলিশ বাদি হয়ে ১১টি এবং সাধারণ জনগণ দুটি মামলা করেছে। ঢাকার কয়েকটি ও আশুলিয়া থানায় মামলা গুলো হয়েছে।
এসব মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতাসহ প্রায় ১ হাজার বিএনপির নেতাকর্মীকে আসামি করা হয়েছে। ঢাকার প্রবেশ মুখে বিএনপির অবস্থান কর্মসূচি চলার সময় যাত্রাবাড়ির মাতুয়া্িল মোড়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি গাড়িতে আগুন দেয় আন্দোলনকারীরা।
আরোও পড়তে পারেন : একাদশে ভর্তির প্রথম ধাপের আবেদনের সময় বাড়ল