অনলাইন ডেস্ক
এর আগে প্রথম ওয়ানডে হেরে তিন মাচ সিরিজে ইতোমধ্যে পিছিয়ে আছে টাইগাররা। সে কারণে দ্বিতীয় ম্যাচও হারলে সিরিজ ফসকে যাবে বাংলাদেশের হাত থেকে। এজন্যই টাইগারদের লক্ষ্য এখন একটাই, ম্যাচ জয়। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। অবশ্য এ ম্যাচে নিশ্চিতভাবেই বাংলাদেশ দলে একটি পরিবর্তন আসতে যাচ্ছে।
আজ সংবাদ সম্মেলনে লিটন বলছিলেন, ‘আমরা এখনও একটা ম্যাচ পিছিয়ে আছি, আমাদের চেয়ে এগিয়ে আফগানিস্তান। আমাদের কাছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, সিরিজটা কীভাবে জিততে পারি। এর চেয়েও বড় হলো, আগামীকালকের ম্যাচ। যা অবশ্যই জিততে হবে। আমার মনে হয়, সতীর্থরা সবাই এই একটা জিনিসেই মনোযোগ দিচ্ছে।’
বিপরীতে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদীও জানিয়েছেন সিরিজ জয়ের কথা। আগামীকালকের ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চান শহিদী, ‘আমরা ভালো অবস্থায় আছি। কালকের ম্যাচ জিতলে সিরিজ ২-০ হবে। আমরা সেদিকেই তাকিয়ে আছি।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা