অনলাইন ডেস্ক
বিবিসির খবরে বলা হয়, এ অ্যাপটি দেখতে টুইটারের মতোই। এটি দিয়ে ‘টেক্সটভিত্তিক কথোপকথন’ চালানো যাবে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও জাপানসহ শতাধিক দেশে এটি ব্যবহার করা যাচ্ছে। গতকাল বুধবার মার্ক জাকারবার্গ এক পোস্টে লেখেন, ‘থ্রেডসে স্বাগতম। আসুন এটি ব্যবহার করি।’ এ ছাড়া থ্রেডস উন্মুক্ত হওয়ার পর ইনস্টাগ্রামে আরেক পোস্টে তিনি লেখেন, ‘যারা প্রথম দিন থেকেই এটি ব্যবহার করছেন আমি সবার কাছে কৃতজ্ঞ।’
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ইলন মাস্কের টুইটারকে টেক্কা দিতেই বাজারে এ মাইক্রোব্লগিং অ্যাপটি নিয়ে এসেছেন মার্ক জাকারবার্গ। এটি উন্মুক্ত হওয়ার ফলে মার্ক জাকারবার্গ ও ইলন মাস্ক একে-অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিতি পাবেন।
গত অক্টোবরে টুইটার কেনেন ইলন মাস্ক। এরপর বেশ উত্থান-পতনের মধ্যে দিয়ে গেছে জনপ্রিয় এই মাইক্রোব্লগিং সাইটের ওপর দিয়ে। ব্যবহারকারীদের নতুন নতুন নিয়মনীতির বেড়াজালে ফেলেছেন মাস্ক।
সম্প্রতি মাস্ক জানিয়েছেন, এবার থেকে নির্দিষ্টসংখ্যক টুইটার পোস্ট দেখতে পাবেন ব্যবহারকারীরা। বেশি পোস্ট দেখতে হলে গুনতে হবে অতিরিক্ত অর্থ। তাই টুইটার ছেড়ে অন্য প্ল্যাটফর্ম খুঁজে নিচ্ছেন অনেক ব্যবহারকারী। এ সুযোগে টুইটারের বিকল্প হিসেবে নতুন অ্যাপ থ্রেডস নিয়ে এলেন জাকারবার্গ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা