অনলাইন ডেস্ক
আজ (মঙ্গলবার) সকালে সংস্কৃতি মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। সংস্কৃতির ভিত্তি আরও দৃঢ় করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংস্কৃতি চর্চার উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধিনে বাস্তবায়িত দেশের বিভিন্ন এলাকায় ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ১টি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ (মঙ্গলবার) রাজধানীর জাতীয় জাদুঘরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণভবন থেকে ভিডিওকনফারেন্সে যুক্ত হয়ে প্রকল্পগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, সরকার গত ১৪ বছরে দেশীয় সংস্কৃতির বিকাশে প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে। অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে দেশীয় সংস্কৃতিকে এগিয়ে নেয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, নতুন প্রজন্মকে প্রযুক্তিগত এবং আধুনিকতার মিশেলে সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করার আহবান জানান প্রধানমন্ত্রী।
বেশ কয়েক বছর আগে পরিকল্পনা চূড়ান্ত করা হলেও এতো দিনে সেসব প্রকল্পের কাজ শুরু না হওয়ায় ক্ষোভ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা