অনলাইন ডেস্ক
রোববার বেঙ্গালুরুতে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে লেবানন ৪-১ গোলে পরাজিত করেছে ভূটানকে। এই জয়ে দুই ম্যাচ শেষে ছয় পয়েন্ট নিয়ে লেবানন পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান পাকাপোক্ত করল। লেবাননের সাফে সেমিফাইনালে খেলাও প্রায় নিশ্চিত। অবশ্য লেবাননের বড় জয়ে লাভ হয়েছে বাংলাদেশেরও। সেমিফাইনালে খেলার পথটাও অনেকটা সুগম হয়েছে জামাল ভুঁইয়াদের।
বাংলাদেশ ও মালদ্বীপের দুই ম্যাচ শেষে সমান তিন পয়েন্ট। দুই দলের গোল ব্যবধান শূন্য। ভূটান বড় ব্যবধানে হেরে যাওয়ায় তাদের গোল ব্যবধান হয়েছে -৫। গ্রুপের শেষ ম্যাচে লেবানন মালদ্বীপকে হারালে তখন বাংলাদেশ ভূটানের বিপক্ষে হেরে গেলেও তেমন সমস্যা হবে না।
বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশীপে এ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক ভারত ও কুয়েত। বি গ্রুপের চার দলই দু’টি করে ম্যাচ খেলেছে। গাণিতিকভাবে চার দলেরই সেমিফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে।
লেবানন ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও গাণিতিকভাবে সেমিফাইনাল তাদের নিশ্চিত নয়। গ্রুপের শেষ ম্যাচে মালদ্বীপ, লেবাননকে বড় ব্যবধানে হারালে এবং বাংলাদেশ জিতলে তখন লেবানন বাদ পড়বে। যদিও মালদ্বীপের পক্ষে লেবাননকে বড় ব্যবধানে হারানো অন্তত সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে অসম্ভব বলা চলে।
অন্যদিকে ভূটানেরও ক্ষীণ সম্ভাবনা রয়েছে। তবে এর জন্য নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে তাদের হারাতে হবে ৩ গোলের ব্যবধানে। যদি এটি সম্ভব হয় তাহলে বাংলাদেশ ও ভূটানের পয়েন্ট দাঁড়াবে সমান ৩। গোল ব্যবধানে ভূটান থাকবে -২ আর বাংলাদেশ -৩। ভূটানকে সেমিতে খেলতে হলে অবশ্য লেবাননকে মালদ্বীপের বিপক্ষে অন্তত ৩ গোলের ব্যবধানে জিততে হবে।
তবে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী ২৮ জুন। গ্রুপ ‘বি’ এর দলগুলোর শেষ ম্যাচ ঐদিন।