অনলাইন ডেস্ক
ভালোবাসার ডালি সাজিয়ে এভাবেই নিজ জন্মভূমি কিশোরগঞ্জে স্বাগত জানানো হয় সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদকে। সফল রাষ্ট্রনায়ক হিসেবে অবসর নেয়ার পর প্রথমবারের মতো কিশোরগঞ্জে গেলেন তিনি। রোববার বিকেলে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে অবতরণ করে সাবেক রাষ্ট্রপতিকে বহন করা হেলিকপ্টারটি। এসময় তাকে স্বাগত জানান কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদনস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এম আফজাল হোসেনসহ জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।
স্টেডিয়ামের বাইরে রাস্তার দুই পাশে শত শত মানুষ ফুল ছিটিয়ে তাঁকে স্বাগত জানান। সার্কিট হাউজে যাওয়ার পর তাকে গার্ড অব অনার দেয়া হয়। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছ থেকে দেখতে পেয়ে উচ্ছ¡াস প্রকাশ করেন দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ।
এসময় বৈশাখী টেলিভিশনকে দেয়া সাক্ষাতকারে মো. আবদুল হামিদ জানান, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে একটা গণ্ডির মধ্যে থাকতে হয়েছে। বাকি জীবন মুক্ত মানুষ হিসেবে, মানুষের ভালোবাসায় বেঁচে থাকতে চান বর্ষিয়ান এই রাজনীতিবিদ।
সোমবার নিজ গ্রাম মিঠামইনের কামালপুরে যাবেন আবদুল হামিদ। আগামী ২৬শে জুন ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা