অনলাইন ডেস্ক
বর্তমান সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
মঙ্গলবার (১৩ জুন) সকাল সাড়ে ১১টার দিকে শেরপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে যেভাবে নির্বাচন হচ্ছে; এখানে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না। এটার পরিবর্তন দরকার। তবে পরিবর্তনটা কীভাবে হবে, তা দল-মত নির্বিশেষে সকলের সাথে কথা বলে একমত হতে হবে।
জিএম কাদের আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে, বুঝে শুনে সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টি।
মার্কিন ভিসা নীতি সমর্থন করেন জানিয়ে জাপা চেয়ারম্যান বলেন, বিদেশিরা বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। জাতীয় পার্টি সুষ্ঠু নির্বাচনের জন্য ৩০০ আসনে প্রার্থী প্রস্তুত রেখেছে।