অনলাইন ডেস্ক
জ্বালানি সংকটের কারণে আগামী ৫ জুনের পর পায়রা বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি বন্ধ থাকবে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এই বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি হিসেবে প্রয়োজনীয় কয়লা আমদানি করতে আরও অন্তত ২০-২৫ দিন সময় লাগবে বলেও জানান তিনি।
আজ শনিবার দুপুরে সাভারের খাগান এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে নবায়নযোগ্য শক্তি গবেষণা ল্যাবরেটরি এবং প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের একটি হাব বন্ধ আছে, দ্বিতীয় হাবটিও ৫ তারিখে বন্ধ হয়ে যাবে। কয়লার অভাব দেখা দেওয়ায় এমনটি হয়েছে। আর সেটি আসতে আসতে ২০ থেকে ২৫ দিন লেগে যাবে। এলসি খুলতে দেরি হওয়ায় এমনটি হয়েছে। আর এ কারণে বিদ্যুৎয়ের একটি বড় অংশ সিস্টেমে পাচ্ছি না আমরা। তাই বর্তমানে প্রায় ১৭শ’ মেগাওয়াট লোডশেডিং চলছে।
তিনি আরও বলেন, তেল আনার ব্যাপারেও রীতিমতো হিমশিম খাচ্ছি আমরা। আর গ্যাসের ক্ষেত্রে বেশিরভাগ গ্যাস আপাতত আমরা ইন্ডাস্ট্রিতে দিচ্ছি। এদিকে গরমও অনেক বেড়ে গেছে, ৩৮ থেকে ৪০ ডিগ্রির উপরে চলে গেছে তাপমাত্রা। এর মধ্যে কিছুটা লোডশেডিং চলছে। এতে জনদুর্ভোগ বেড়ে গেছে, সে জন্য আমরা দুঃখিত।