অনলাইন ডেস্ক
শুক্রবার (২৬ মে) সাংবাদিকদের কাছে দায়িত্ব ছাড়ার কথা জানান ছোটন।
হুট করে এমন সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেছেন, গত সাত-আট বছর ধরে নারীদের ফুটবলের জন্য আমি টানা কাজ করে আসছি। আমি ক্লান্ত। আমি বিরতি নিতে চাই।
বাংলাদেশের নারী ফুটবল বর্তমানে যে অবস্থায় আছে তাতে বড় অবদান গোলাম রব্বানীর। প্রায় এক যুগ ধরে নারী দলের সহকারি কোচ, প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এনে দিয়েছেন অনেক সাফল্য। বাংলাদেশের নারী ফুটবলের সাফল্যের কারিগর বলা যায় তাকে।
সেই তিনি সব কথা মুখে না বললেও বোঝা যায়, অভিমানের জেরেই এমন সিদ্ধান্ত। যোগ্য সম্মান না পাওয়ার আক্ষেপ আছে তার ভেতর। ৫৪ বছর বয়সী গোলাম রব্বানী বলেন, বাফুফের চাকরি ছাড়লেও নারী ফুটবল নিয়ে কাজ করতে চান, কোনো ক্লাবের সঙ্গে যুক্ত হতে চান ।
তিনি আরও বলেন, আমি আর কোনো টুর্নামেন্ট করব না জাতীয় দলের হয়ে। বিষয়টি আমি অফিসিয়ালি চিঠি দিয়ে কয়েক দিনের মধ্যে জানিয়ে দেব বাফুফেকে। বলতে পারেন আমি আর এ মাসটা আছি। আগামী মাস থেকে নারী দলের দায়িত্বে আর থাকছি না।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা