অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার বিকেলে তিন দিনের সফরে কাতার যাবেন। দেশটির আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির আমন্ত্রণে আগামী ২৩ থেকে ২৫ মে দোহায় অনুষ্ঠেয় তৃতীয় ইকোনমিক ফোরামে যোগ দেবেন সরকার প্রধান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৬৬ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল দোহা ফোরামে অংশ নেবে। আগামীকাল মঙ্গলবার ইকোনমিক ফোরামের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন। এই হোটেলেই প্রধানমন্ত্রী দোহা সফরকালে অবস্থান করার কথা রয়েছে।এদিন তিনি কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেবেন। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করবেন কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী সাদ শেরিদা আল-কাবি ও সৌদি আরবের বিনিয়োগমন্ত্রী খালিদ এ আল-ফালিহ। সন্ধ্যায় ফোরাম অতিথিদের সম্মানে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যা ও গালা নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পর দিন বুধবার দোহা ফোরামে বক্তব্য দেবেন শেখ হাসিনা। এরপর তিনি কাতারের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। দুপুরে তার দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সঙ্গেও সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।