অনলাইন ডেস্ক
এদিকে ঘূর্ণিঝড় আঘাত হানলে দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে থাকা রোহিঙ্গা শরনার্থীদেরকে নিরাপদে তাবুতে রেখে থাকা, খাওয়া ও চিকিৎসা সেবা দেওয়ার প্রস্ততি নিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি।
শুক্রবার সকালে রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নোয়াখালী জেলা ইউনিটের সেক্রেটারি অ্যাডভেকেট শিহাব উদ্দিন শাহিন প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, ঘূর্ণিঝড় আঘাত হানলে নোয়াখালীর ভাসানচর এবং কক্সবাজারে থাকা রোহিঙ্গা শরনার্থীদেরকে সব ধরণের সুরক্ষার দিতে প্রস্তুতি নিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি। তিনি বলেন, ‘আমাদের ভাসানচর যে দ্বীপটি আছে সেখানে প্রায় ৩০ হাজার বাস্তুচ্যুত রোহিঙ্গা রয়েছে, কক্সবাজারেও আছে। আমি ম্যানেজিং বোর্ড মেম্বার হিসেবে আমাদের ডিরেক্টরের সাথে রাতে কথা বলেছি তিনি আমাকে অবহিত করেছেন যে, আল্লাহ না করুক যদি দুর্যোগ এ এলাকাগুলোতে নোয়াখালী বা কক্সবাজারে হিট করে তাহলে এট এ টাইম ২০ হাজার রোহিঙ্গাকে অন্যত্র তাবুতে থাকা, খাওয়া, চিকিৎসাসহ সকল ধরণের সুযোগ সুবিধা নিশ্চিত করার ব্যবস্থা আমরা গ্রহণ করেছি।’
এছাড়া ঝড়ের আগে উপকূলীয় এলাকার আবহাওয়ার সতর্কতা সংকেত প্রচার করে লোকজনকে আশ্রয়কেন্দ্রের উঠার বিষয়ে উদ্বুদ্ধ করার জন্যে প্রচারণা চালাতে, ঝড়ের আগে ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে নিরাপদে আশ্রয়কেন্দ্রে সরিয়ে আনতে এবং আশ্রয়কেন্দ্রে তাদেরকে শুকনো খাবার ও চিকিৎসা সেবার দিতে প্রায় পাঁচ শতাধিক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবককে প্রস্তত রাখা হয়েছে। জরুরী খাবার ও চিকিৎসা সহায়তার জন্য জেলা ইউনিট থেকে নগদ পাঁচ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিট দুর্যোগকালীন একটা জরুরী সভা করেছি। আমাদের ইউনিট কমটির সদস্যবৃন্দ এবং যুব রেডক্রিসেন্টের সদস্যবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। এখানে সার্বক্ষণিক একটা কন্ট্রোলরুম স্থাপন করে আমরা প্রতি ঘন্টায় ঘূর্ণিঝড়ের আপডেট নিচ্ছি।’
জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, জেলার উপকূলীয় চার উপজেলা হাতিয়া, সুবর্ণচর, কোম্পানীগঞ্জ ও কবিরহাটে প্রস্তুত রাখা হয়েছে ৪৬৩টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও সিপিপির ৮ হাজার ৩৮০ জন স্বেচ্ছাসেবক। এছাড়া নগদ ৯ লক্ষ ৯৫ হাজার টাকা, ৩৮২ মেট্রিক টন চাল ও ২৪৩ বান্ডিল টেউ টিন প্রস্তুত রাখা হয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা