৩০ জানুয়ারি স্বরস্বতী পূজা তাই, ভোটের দিন পরিবর্তনের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। বুধবার ( ৮ জানুয়ারী) বুধবার দুপুর ১২টায় কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের এক সভায় দাবি জানানো হয়েছে।
হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি অ্যাডঃ দীনবন্ধু রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, সিনিয়র সহ সভাপতি প্রদীপ কুমার পাল, প্রধান সমন্বয়কারী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য, ঢাকা জেলা সভাপতি অ্যাডঃ উজ্জ্বল কুমার মন্ডল, সাধারণ সম্পাদক গোপাল পাল, ঢাকা মহানগর দক্ষিন এর সাধারণ সম্পাদক শ্যামল ঘোষ, যুব মহাজোটের প্রধান সমন্বয়কারী প্রশান্ত হালদার, ছাত্র মহাজোটের সভাপতি সাজেন কৃষ্ণ বল, প্রমূখ।
সভায় বক্তাগণ বলেন আগামী ২৯ ও ৩০ জানুয়ারী বিদ্যাদেবী সরস্বতী পুজার দিন। হিন্দু সম্প্রদায়ের ছাত্রছাত্রী সহ সকল পেশার মানুষ সকালে উপবাস থেকে জ্ঞানের দেবী সরস্বতীর পুজা ও বিশেষ আরাধনা করে থাকে। সকল স্কুল কলেজ, বিভিন্ন অফিস ও জজ কোর্ট সুপ্রীমকোর্টের আইনজীবীগণ জ্ঞাণের দেবী সরস্বতীর পুজা ও আরাধনা করে থাকেন। ঢাকা বিশ্ব বিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সরস্বতীয় পুজা উপলক্ষে উৎসব ক্ষেত্রে পরিণত হয়। কিন্তু অতীব দুঃখের বিষয় বাংলাদেশ নির্বাচন কমিশন উক্ত ৩০ জানুয়ারী সরস্বতী পুজার দিন ঢাকা সিটি কর্পেরেশনের নির্বাচনের জন্য দিন ধার্য করেছেন। হিন্দু মহাজোট সহ দেশের সকল সামাজিক ধর্মীয় সংগঠন নির্বাচন কমিশন ও প্রধানমন্ত্রী বরাবর নির্বাচনের তারিখ পরিবর্তন করার জন্য স্মারক লিপি, মানব বন্ধন ও সংবাদ সম্মেলন করলেও সরকার বা নির্বাচন কমিশন এখনো পর্যন্ত নির্বাচনের তারিখ পরিবর্তন করেন নাই বা উক্ত বিষয়ে কোন বিবৃতি প্রদান করেন নাই।
উল্লেখ্য, হিন্দু সম্প্রদায়ের সকল সংগঠণের আপত্তির মুখে গত বছরও দূর্গা পুজার মহাসপ্তমী তিথির দিনে নির্বাচন কমিশন রংপুর-৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠান করেছিলো। সরকার আজ পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের কোন দাবীর প্রতিই কোন কর্নপাত কর্ণপাত করে নাই। ভোট কেন্দ্র গুলো সাধারণত বিভিন্ন স্কুল কলেজের কক্ষগুলো ব্যবহৃত হয়। ফলে স্কুল কলেজে ছাত্র ছাত্রীরা সরস্বতীয় পুজা করতে পারবে না। এমতাবস্থায় আগামী ৩০ জানুয়ারী ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তন না করলে একদিকে যেমন হিন্দু সম্প্রদায় পুজা আরাধনা রেখে ভোট কেন্দ্রে যতে পারবে না। অন্যদিকে স্কুল কলেজে ভোট কেন্দ্র স্থাপনের ফলে স্কুল কলেজে সরস্বতী পুজা বন্ধ হয়ে যাবে।
এমতাবস্থায় হিন্দু সম্প্রদায় মনে করে প্রশাসনে হিন্দু বিদ্বেষ থাকার কারনেই বার বার এমন ঘটনা ঘটছে এবং হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভুতির প্রতি তারা নূন্যতম সম্মান দেখাচ্ছে না। হিন্দু সম্প্রদায় ,মনে করছে সরকার ইচ্ছাকৃত হিন্দু সম্প্রদায়কে ধর্মবিমুখ করার কু উদ্দেশ্যে হিন্দু সম্প্রদায়ের পুজা পার্বনের দিন গুলোতে জাতীয় অনুষ্ঠানের দিন বেছে নিয়েছে। সেকারনেই হিন্দু মহাজোট আগামী ২৯ ও ৩০ জানুয়ারী বাদ দিয়ে অন্য যে কোন দিন ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনের তারিখ নির্ধারণ নির্বাচন কমিশনার ও সরকারের প্রতি আবেদন জানাচ্ছে। অন্যথায় হিন্দু সম্প্রদায় ভোট বর্জন করতে বাধ্য হবে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা