রাজধানীর কুর্মিটোলা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে ধর্ষণের কথা স্বীকার করেছে গ্রেপ্তার যুবক মজনু (৩০)।
বুধবার দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
দুপুর ১টার দিকে কড়া নিরাপত্তায় মজনুকে সেখানে নেওয়া হয়। এরপর তাকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এ সময় সংবাদ সম্মেলনে র্যাব জানায়, সোমবার ভোরে শেওড়া রেলক্রসিং থেকে ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। সে ধর্ষণের কথা স্বীকার করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীকে তার ছবি দেখানো হয়েছে, তিনি ধর্ষককে শনাক্ত করেছেন। ওই ছাত্রীকে বার বার ছবি দেখানো হয়েছে। ওই ছাত্রী একেবারে নিশ্চিত হয়ে বলেছেন, পৃথিবীর সব লোকের চেহেরা ভুলতে পারবো। কিন্তু ধর্ষকের চেহেরা ভুলতে পারবো না।
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন-কাশেম বলেন, গ্রেপ্তার মজনু একজন সিরিয়াল রেপিস্ট বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)।
তিনি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে মজনু স্বীকার করেছে যে, সে প্রতিবন্ধী নারী ও ভিক্ষুকদের ধর্ষণ করতো।”
তিনি আরও বলেন, “নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা মজনুর স্ত্রী মারা যাওয়ার পর সে আর বিয়ে করেনি। এরপর ছিনতাই, চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। সে একজন মাদকসেবী।”
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা