২০১৯ সালের ১ নভেম্বর থেকে এ পর্যন্ত শ্বাসতন্ত্রের সংক্রমণে সারাদেশে মৃত্যুবরণ করেছে ১৭ জন। এই সময়ে ডায়রিয়ায় মৃত্যুবরণ করেছে ৪ জন এবং শীত জনিত অন্যান্য রোগে মৃত্যুবরণ করেছে ৩০ জন।
মঙ্গলবার ( ৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপাররেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এতথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় সারাদেশে শীতজনিত রোগে আক্রান্ত হয়েছে ৫৯৪৭ জন। এরমধ্যে শ্বাসতন্ত্রের সংক্রমণে ৮৩৪ জন, ডায়রিয়ায় ১৯১৬ জন এবং অন্যান্য অসুখে (জন্ডিস ,আমাশয়, চোখের প্রদাহ , চর্মরোগ, জ্বর)৩১৯৭ জন।
তিনি জানান, গত ১ নভেম্বর থেকে এ পর্যন্ত সারাদেশে শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়েছে ৫৩ হাজার ১ জন, ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৩১ হাজার ৯৯ জন এবং শীতজনিত অন্যান্য রোগে আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৮৫৭ জন।