অনলাইন ডেস্ক
প্রথম ম্যাচে এক কথায় আয়ারল্যান্ডকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২০৭ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসে যা চতুর্থবার ২০০ পেরোনো ইনিংস। তবে বৃষ্টি আইনে আয়ারল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ১০৪ রান। তাসকিন আহমেদের তোপের মুখে যেখানে ৫ উইকেট হারিয়ে ৮১ রান তোলতে সমর্থ হয় আইরিশরা৷ ২২ রানের জয় পায় টাইগাররা।
প্রথম ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন লিটন দাস, যদিও ফিরেছেন আক্ষেপ সঙ্গী করেই; আউট ২৩ বলে ৪৭ রানে। তবে ক্যারিয়ারে প্রথমবার অর্ধশতকের মাইলফলক স্পর্শ করেন রনি তালুকদার, আউট হন ক্যারিতসেরা ৩৮ বলে ৬৭ রান করে। জিতে নেন ম্যাচ সেরার পুরস্কারও। তাছাড়া সাকিব আল হাসান, শামিম পাটোয়ারীও ভালো খেলেন। নাজমুল শান্ত ও তাওহীদ হৃদয়ও আছেন দারুণ ফর্মে।
বল হাতে অবিশ্বাস্য ছিলেন পেসাররা। ম্যাচে ৫ উইকেটের সবগুলোই তুলে নিয়েছিলেন তারা৷ একাই ৪ উইকেট নেন তাসকিন আহমেদ, অপরটা হাসান মাহমুদের। নিশ্চয়ই দ্বিতীয় ম্যাচেও তিনি কিংবা তারা জ্বলে উঠার অপেক্ষায় আছেন। আর তা যদি হয়, তবে আজই সিরিজ নিশ্চিত করে ফেলবে টাইগাররা। সমর্থকরা নিশ্চয়ই ওই আশাতেই বুক বেঁধে আছেন।
অবশ্য আয়ারল্যান্ড থেকেও শক্তিশালী প্রতিপক্ষ এখন আবহাওয়া। প্রতিদিন বৃষ্টি হচ্ছে দেশে। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাক্স ভণ্ডুল হয়ে যাওয়ার পর টি-টোয়েন্টি সিরিজে অনুষ্ঠিত হওয়া একমাত্র ম্যাচেও জয় এসেছে বৃষ্টি আইনে৷
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা