অনলাইন ডেস্ক
তিন ম্যাচ ওয়ানডে ক্রিকেট সিরিজের তৃতীয় ও শেষ খেলায় আজ (বৃহস্পতিবার) আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়।
প্রথম দুই ম্যাচের রেকর্ড গড়া ব্যাটিং এই খেলায় টাইগারদের বাড়তি আত্মবিশ্বাস দেবে। আর এই ম্যাচ জিতলে ঘরের মাঠে আরেকটি সিরিজ জয়ের সাফল্যা যোগ হবে বাংলাদেশের অর্জনের খাতায়।অন্যদিকে, প্রথম দুই ম্যাচের ভুল-ত্রুটি শুধরে সিরিজে সমতায় ফিরতে চায় আয়ারল্যান্ড।
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বেশ ফুরফুরে মেজাজে বাংলাদেশ। প্রথম ম্যাচে রেকর্ড ১৮৩ রানের জয় পায় স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে ঐতিহাসিক এক ইনিংস খেলার পরেও বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। নয়তো দ্বিতীয় ম্যাচেই সিরিজ বিজয় নিশ্চিত করে ফেলতে পারতো স্বাগতিক বাংলাদেশ।
সিরিজ জিততে হলে আইরিশদের পাশাপাশি টাইগারদের মোকাবেলা করতে হবে আবহওয়া পরিস্তিতিকেও। আজ সিলেটের আকাশের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তৃতীয় ম্যাচের আগে বৃষ্টির সম্ভাবনা একেবারই উড়ে দেওয়া যাচ্ছেনা।