অনলাইন ডেস্ক
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার ভোর ৬টার দিকে বলিবাজারের নীলগিরি রেস্টুরেন্টের চুলা থেকে আগুনের সূত্রপাত হলে মুহুর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় দমকল বাহিনী, পুলিশ ও বিজিবি প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই অর্ধশতেরও বেশি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তবে এ ঘটনায় কি পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।
থানচি উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং মার্মা বলেন, বলি বাজারে বৈদ্যুতিক চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় হলুদের দোকান, আদার দোকান, মুদির দোকান, বাদামের দোকানসহ প্রায় অর্ধশতের বেশি দোকান পুড়ে যায়।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর বলেন, বলি বাজারে অগ্নিকাণ্ডে ৫০টিরও বেশি দোকান পুড়ে যায়। তবে এ ঘটনায় কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখন বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা