অনলাইন ডেস্ক
বিশ্বে বাড়ছে ভূমিকম্প, ঝড়, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ। প্রতি বছরই বিশ্বের কোনো না কোনো দেশ এসব প্রাকৃতিক দূর্যোগের কবলে পড়ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেসব দেশের মানুষও অবকাঠামো। বাড়ছে প্রাণহানিও। দিন যতো গড়াচ্ছে দুর্যোগের মাত্রা বাড়ছে, তবে তা মোকাবেলার জন্য প্রস্তুত নয় বিশ্ব। সম্প্রতি এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ইন্টারন্যাশনাল সায়েন্স কাউন্সিল-আইএসসি।
সংস্থাটি জানায়, ১৯৯০ সাল থেকে এখন পর্যন্ত ১০ হাজার ৭০০টি প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটেছে। যার মধ্যে সবচেয়ে বেশি হয়েছে বন্যা ও ঝড়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৬০০ কোটিরও বেশি মানুষ।
আইএসসি জানিয়েছে, প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে একটি বৈশ্বিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল জাতিসংঘ। তবে গত কয়েক বছরে যে হারে প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে এতে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য। সেইসাথে উন্নত দেশগুলোর বিনিয়োগ ও মনোযোগ দুটোরই ঘাটতি থাকায় তা পূরণ করার সম্ভাবনাও কম বলে মনে করছে আইএসসি।
এ বিষয়ে সংস্থাটির প্রেসিডেন্ট পিটার গ্লুয়েকম্যান বলেন, প্রাকৃতিক দূর্যোগের সবচেয়ে বড় উদাহরণ সম্প্রতি ঘটে যাওয়া তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্প। বিপর্যয় এখনও খুব একটা কাটিয়ে উঠতে পারে নি দেশদুটি। এজন্য উন্নত বিশ্ব থেকে যথেষ্ট সহযোগিতা না পাওয়াকেও দায়ী করছেন তিনি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা