অনলাইন ডেস্ক
গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে প্রথম পর্বের বিশ্ব ইজতেমায় অসুস্থ হয়ে আরো তিন মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ছয়জনের মৃত্যু হলো এবারের ইজতেমায়। আজ (শনিবার) ইজতেমা আয়োজক কমিটি এ তথ্য নিশ্চিত করেছে।
তারা জানিয়েছে, গত শুক্রবার বিকেলে ও রাতে তাদের মৃত্যু হয়। শনিবার ফজরের নামাজের পর ইজতেমা মাঠে তাদের জানাজা সম্পন্ন হয়।
মৃতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন আক্কাস আলী (৫০)। তার বাড়ি ঢাকার যাত্রাবাড়ী এলাকায়।
শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের চিকিৎসক ইমাম গাজ্জালী বলেন, আক্কাস আলী নামের ওই মুসল্লিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। এছাড়া একই দিন আরও দুই মুসল্লির মৃত্যু হয়।
এদিকে, টঙ্গীর তুরাগতীরে গতকাল ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমা। দেশ-বিদেশের অগণিত ধর্মপ্রাণ মুসল্লি ইজতেমা ময়দানে সমবেত হন। ইজতেমার দ্বিতীয় দিন শনিবার (১৪ জানুয়ারি) ফজরের নামাজের পর থেকে ইবাদত, বন্দেগি, জিকির-আসকার চলে। এরপর ইমান ও আমল নিয়ে কোরআন ও হাদিসের আলোকে বয়ান শুরু হয়।