গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গণপূর্ত অধিদপ্তরের নবনিযুক্ত প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলম ।
শুক্রবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুস্পমাল্য দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন আশরাফুল আলম। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বহিতে মন্তব্য লেখেন ও স্বাক্ষর করেন। পরে তিনি সেখানে কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।
এ সময় গণপূর্ত অধিদপ্তরের উর্ধ্বতন প্রকৌশলীগণ ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া, টুঙ্গিপাড়া থেকে গোপালগঞ্জ ফেরার পথে প্রধান প্রকৌশলী মো: আশরাফুল আলম গোপালগঞ্জের ঘোনাপাড়ায় নির্মাণাধীন শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের নির্মাণ কাজ পরিদর্শন করেন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা