অনলাইন ডেস্ক
সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। তাকে ঘিরে রহস্য আবর্তিত হয়েছে প্রথম পার্টে। দ্বিতীয় পার্টেও রহস্যকে এগিয়ে নিয়ে যাবেন তিনি। ট্রেলারে তাকে দুটি চরিত্রে দেখা গেছে।
নতুন লুকের চঞ্চলের কণ্ঠে ট্রেইলারে আরো শোনা যায়, আমি গল্প শোনাব। একটি ভালো গল্পের চেয়েও কোন বিষয়টি বেশি শক্তিশালী?
ট্রেলারে প্রথম পার্টের প্রায় সব চরিত্রকেই দেখা গেছে। নতুন চরিত্র হিসেবে তারিক আনাম খান ও দিব্য জ্যোতিকে দেখা যায় দ্বিতীয় পার্টে। সিরিজের একটি চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ। তার কণ্ঠে ট্রেইলারে শোনা যায়, এই যুদ্ধ (মহান মুক্তিযুদ্ধ) কী জন্ম দিয়েছে? বাংলাদেশ। আর?
উল্লেখ্য, নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীর এই ওয়েবসিরিজটির পার্ট-১ মুক্তি পেয়েছিল চলতি বছরের আগস্ট মাসে। এতে চঞ্চল চৌধুরী ছাড়া আরও অভিনয় করেছেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতুসহ অনেকে।
কারাগার ওয়েব সিরিজটির প্রথমপার্টে দেখা গিয়েছিল, আকাশনগর সেন্ট্রাল জেলের গল্প। যেখানে দেখানো হয়েছিল- হঠাৎ কারাগারের ১৪৫ নম্বর কক্ষে আবির্ভূত হন এক ব্যক্তি। যিনি কিনা বোবা এবং বধির।
ইশারা ভাষার মাধ্যমে জানান, নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মীর জাফর আলী খানের হত্যার অপরাধে প্রায় ২৫০ বছর ধরে কারাগারে আছেন তিনি। এরপর বিভিন্ন ঘটনা পম্পরার মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প। এই গল্পের দৃশ্যায়ন দেখে দর্শকদের মাঝে তৈরি হয় অনেক প্রশ্ন। রহস্য রেখেই শেষ হয় সিরিজের প্রথম অংশ। এবার সবার অপেক্ষার পালা শেষ করে আজ মুক্তি পাচ্ছে ‘কারাগার পার্ট-২’।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা