অনলাইন ডেস্ক
বছর তিনেক আগে ব্যক্তি উদ্যোগে বিভিন্ন জাতের কমলার চাষ শুরু করেন নাটোর সদর উপজেলার কয়েকজন উদ্যোক্তা। পরীক্ষামূলকভাবে কমলা চাষের শুরুতে নানান শঙ্কা থাকলেও এখন তারা সফলতার পথে। তাদের যৌথ বাগানে গাছগুলোতে থোকায় থোকায় ঝুলছে হলুদ কমলা।
কমলা চাষে পরিবারের উৎসাহের পাশাপাশি স্থানীয়দের নানা সহযোগিতাও পাচ্ছেন চাষিরা। প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে এসব কমলা বাগান দেখতে আসছেন নানা বয়সী ও শ্রেণী-পেশার মানুষ।
কৃষি বিভাগকে কমলা চাষিদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান হালসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম। উৎসাহ ও অনুপ্রেরণা দিতে কমলা বাগান পরিদর্শনে যাচ্ছেন কৃষি কর্মকর্তারা। সেই সাথে অসাধু চারা ব্যবসায়ীদের থেকে সতর্ক থাকার পরামর্শ দেন তারা।
নাটোর জেলায় বর্তমানে প্রায় ৭ হেক্টর জমিতে কমলার আবাদ হচ্ছে, যার পরিমাণ দিন দিন বাড়ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা