রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।
বুধবার জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইনস্টিটিউটের ভেতরে প্রোগ্রাম চলাকালীন বাইরে এ ঘটনা ঘটে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পুলিশ জানিয়েছে, সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে ছাত্রদলের সমাবেশ শুরু হয়। এর সোয়া দুই ঘণ্টা পর বেলা ১২টা ১৫ মিনিটের দিকে দুইটি ককটেল বিস্ফোরিত হয়। তবে এতে কেউ আহত হয়নি।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিস্ফোরণে কেউ আহত হয়নি। এ ঘটনায় জড়িত কাউকে চিহ্নিত কিংবা আটক করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে, শাহাবাগ এলাকার পেট্রোল ইন্সপেক্টর (পিআই) বাশারউজ্জামান জানান, মৎস্যভবন থেকে শাহাবাগের দিকে যেতে রাস্তায় চলন্ত কোনো গাড়ি থেকে পেট্রোলগুলো ছুঁড়ে মারা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। পাশাপাশি সারা দেশের জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, থানা, কলেজ ও পৌরসভা ইউনিটে ছাত্রদলের উদ্যোগে র্যালি, আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৯ সালের ১ জানুয়ারি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা ও ছাত্রসমাজের অধিকার আদায়ের লক্ষ্যের কথা উল্লেখ করে গঠন করেন এ ছাত্র সংগঠনটি।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা