অনলাইন ডেস্ক
ফরিদপুরে বিএনপির গণসমাবেশ শেষ হওয়ার পরপরই অভ্যন্তরীণ রুটসহ দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। মোটরশ্রমিক ইউনিয়ন বলছে, যাত্রী ভোগান্তির বিষয় বিবেচনা করে নির্ধারিত সময়ের আগেই ধর্মঘট তুলে নেয়া হয়েছে। তবে বিএনপির দাবি, গণসমাবেশে বাধা দিতেই এ ধর্মঘট।
শনিবার (১২ই নভেম্বর) বিকেল ৫টায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ শেষ হলে ধর্মঘট তুলে নেয় ফরিদপুর জেলা মোটরশ্রমিক ইউনিয়ন। শুরু হয় বাস চলাচল।
ফরিদপুর জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি জোবায়ের জাকির গণমাধ্যমকে জানান, ‘যাত্রীদের ভোগান্তির কথা মাথায় রেখে নির্ধারিত সময়ের আগেই বাস ধর্মঘট তুলে নেয়া হয়েছে। বিকেল ৫টা থেকে বাস চলাচল শুরু হয়েছে।’
এর আগে ফরিদপুর জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে গত শুক্রবার (১১ই নভেম্বর) ও শনিবার (১২ নভেম্বর) এ ধর্মঘট পালিত হয়।
আরোও পড়তে পারেন : সংসদ নির্বাচনে ভোটের তারিখ প্রায় চূড়ান্ত!