অনলাইন ডেস্ক
আটককৃতরা হলো, নোয়াখালী জেলার সেনবাগ থানার বালিয়াকান্দি গ্রামের মো. জাকির হোসেন প্রকাশ শিপন ও মো. সুজন, লক্ষ্মীপুর জেলার সদর থানার রাজিবপুর গ্রামের মো. শাখাওয়াত হোসেন, নোয়াখালী জেলার কবিরহাট থানার চরগুইল্লা খালী গ্রামের মো. সোহেল রানা, কুমিল্লা জেলার চান্দিনা থানার দল্লাই নবাবপুর গ্রামের আলাউদ্দিন।
পুলিশ জানায়, গত ১৮ অক্টোবর গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের বিজয়করা এলাকার ‘গ্রিন ভিলা এগ্রো ফার্ম’ এ সংঘবদ্ধ একটি ডাকাত দল ফার্মের নৈশ প্রহরীদেরকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ৬টি গরু ডাকাতি করে পিকআপে পরিবহনযোগে নিয়ে যায়। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের হলে জেলা পুলিশ সুপারের নির্দেশে চৌদ্দগ্রাম থানার একটি দল নোয়াখালীর কবিরহাট ও সেনবাগ এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত সর্দার শিপনসহ ৫ ডাকাতকে আটক করে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, একটি মোটরসাইকেল ও একটি তালা কাটার যন্ত্র উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা, পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ শাহিনুল ইসলাম।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা