বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি জননেতা কমরেড মাহমুদ হোসেন ও সাধারণ সম্পাদক জননেতা কমরেড আবু হাসান টিপু এক যুক্ত বিবৃতিতে বাম গণতান্ত্রিক জোটের কালো পতাকা মিছিলে হামলা করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক কে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং বিনা উস্কানীতে শান্তিপূর্ণ মিছিলে হামলাকারী পুলিশ সদস্যদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত বছর ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের কথা থাকলেও ২৯ ডিসেম্বর রাতের আঁধারে জালিয়াতি করে ভোট ডাকাতির মাধ্যমে বর্তমান সরকার জোর করে ক্ষমতায় বসে আছে। দেশের জনগণ এটা মেনে নিতে পারছে না। বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ বাম গণতান্ত্রিক জোট গত এক বছর ধরেই এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আসছে।
তারই ধারাবাহিকতায় আজ কালো দিবস ও কালো পতাকা মিছিলের কর্মসূচি পালনকালে এই হামলা চালানো হয়। এই হামলায় সাইফুল হকসহ ২৫/২৬ জন নেতাকর্মী আহত হয়েছেন এবং ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আরো যারা আহত হয়েছেন তারা হলেন আকবর খান, আবু হাসান টিপু, সজীব সরকার রতন, সাইফুল ইসলাম, মো. আলী. মো. লিটন, তাইজুল ইসলাম, অরবিন্দু বেপারী বিন্দু, নেওয়াজ হোসেন, নাঈম খানসহ আরো অনেকে। আহতদের ঢাকা মেডিক্যাল ও অন্যান্য হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ এই হামলার প্রতিবাদে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকাল ৪ টায় চাষাঢ়াস্থ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বাম জোটের ডাকা বিক্ষোভ সমাবেশে সবাইকে অংশগ্রহণ করে প্রতিবাদ জানানোর আহ্বান জানান।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা