বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান সোমবার (৩০ ডিসেম্বর) বাম গণতান্ত্রিক জোট আহুত কালো দিবসের শান্তিপূর্ণ কালোপতাকা মিছিলে পুলিশের হামলায় প্রায় অর্ধশাতিক নেতা-কর্মীকে আহত ও ৫ জনকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে হামলাকারী পুলিশের শাস্তি এবং গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। বিবৃতিতে বলা হয়, গত বছর ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির মাধ্যমে নজিরবিহীনভাবে আগের রাতে ব্যালটে সীল মেরে বাক্স ভরে রেখে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী জোট ক্ষমতা দখল করেছে। বাম গণতান্ত্রিক জোট এ দিনকে ভোটডাকাতির এক বছরে কালো দিবস হিসেবে পালনের ঘোষণা দিয়ে দেশব্যাপী জোটের শরীক দলের অফিসে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ এবং কালো পতাকাসহকারে জেলায় জেলায় ডিসি অফিসের সামনে এবং ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে কালোপতাকাসহকারে বিক্ষোভ মিছিলটি মৎস্য ভবনের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয় এবং শান্তিপূর্ণ মিছিলে বিনা উসকানীতে হামলা চালিয়ে প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মীকে গুরুতর আহত করে এবং ৫ জনকে গ্রেপ্তার করে। আহতদের মধ্যে রয়েছে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকী, লিপি, রাবেয়া, সৈকত, উজ্জল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, সিপিবি’র মনজুর মঈন, হযরত আলী, আরমান, বিথি; বাসদের নাসিরউদ্দিন প্রিন্স, সুস্মিতা মরিয়ম, ছাত্র ফ্রন্টের মুক্তা বাড়ৈ, সুহাইল শুভ, তানজিম সাকিব, আনারুল, সুমাইয়া ইসলাম সোমা, মুন্নী সর্দার, সোহাগী সামিয়া, রাতুল, প্রিয়া; বাসদ (মার্কসবাদী)র মাসুদ রানা, সুপ্তি, তমা, রাজীব চৌহান প্রমুখ। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে বাসদের মো. তামিম, ছাত্র ইউনিয়নের সজল, যুব ইউনিয়নের সজ্জনসহ পাঁচজন। বিবৃতিতে খালেকুজ্জামান বলেন, বর্তমান সরকার যেহেতু জনগণের ভোটে ক্ষমতায় আসেনি ফলে জনগণের যে কোন আন্দোলনকে ভয় পায়, তাই বাম গণতান্ত্রিক জোটের শান্তিপূর্ণ মিছিলে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। বিবৃতিতে তিনি ভোট ডাকাতির এই সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করতে গণআন্দোলনকে তীব্রতর করে গণঅভ্যুত্থান সংগঠিত করার জন্য সর্বস্তরের জনগণ ও দেশবাসীর প্রতি আহ্বান জানান।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা