অনলাইন ডেস্ক
সিকান্দার রাজার অলরাউন্ড পারফরম্যান্সে গ্রুপ বি’র দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে জিম্বাবুয়ে। আয়ারল্যান্ডকে তারা হারিয়েছে ৩১ রানে। জিম্বাবুয়ের দেয়া ১৭৫ রানের জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের ইনিংস থামে ৯ উইকেটে ১৪৩ রানে।
সোমবার (১৭ অক্টোবর) হোবার্টে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই রেগিস চাকাভার উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপর, দলীয় ৩৭ রানের মাথায় জোড়া উইকেট যায় মাধেভরে এবং ক্রেগ আরভাইনের। শন উইলিয়ামস ও বেশিক্ষণ টিকতে পারেননি।
তবে, একপ্রান্ত আগলে রেখে চার-ছক্কার ফুলঝুরি ছোটাতে থাকেন সিকান্দার রাজা। অ্যাডায়ারের বলে বোল্ড হওয়ার আগে ৪৮ বলে করেন ৮২ রান। আয়ারল্যান্ডের পক্ষে জস লিটল নেন সর্বোচ্চ ৩ উইকেট।
১৪৪ রানের জবাবে ব্যাট করতে এঙ্গারাভা এবং মুজারাবানির বোলিং তোপে মাত্র ২২ রানেই ৪ উইকেট হারায় আয়ারল্যান্ড।কার্টিস ক্যাম্পারের ২৭ রানের ইনিংস কিছুক্ষণের জন্য প্রতিরোধ গড়তে পেরেছে কেবল। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রান করে আয়ারল্যান্ড। বল হাতে সিকান্দার রাজা নেন ২২ রানে ১ টি উইকেট।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা