অনলাইন ডেস্ক
প্রস্তাবে এই বর্বরতা ও মানবতাবিরোধী অপরাধের জন্য পাকিস্তান সরকারকে বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া ও দায়ি সেনাসদস্যদের মধ্যে যারা এখনও জীবিত আছে আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের বিচারের দাবি জানানো হয়েছে।
রিপাবলিকান দলের কংগ্রেসম্যান স্টিভ চ্যাবট টুইট বার্তায় জানান, একাত্তরে বাংলাদেশে গণহত্যার সেই দুঃসহ স্মৃতি মুছে ফেলা যাবে না। ঐতিহাসিকভাবে স্বীকৃত এ গণহত্যার কথা আমেরিকানরা ভুলে থাকতে পারে না বলেও টুইট বার্তায় জানান এ কংগ্রেসম্যান।
স্টিভ চ্যাবট বলেন, ১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যার বিষয়টি ভুলে থাকা যাবে না। ওহাইওর কংগ্রেসম্যান রো খান্নাও এই স্বীকৃতি আদায়ে একমত হয়েছেন।
এদিকে, ওহাইওর কংগ্রেসম্যান রো খান্না বলেছেন, ১৯৭১ সালে লক্ষাধিক মানুষকে নির্বিচারে হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী। যার ৮০ শতাংশ হিন্দু সম্প্রদায়ের। তিনি বলেন, বিশ্বের অন্য গণহত্যার চেয়ে বাংলাদেশের এ গণহত্যা ছিলো ভয়াবহ। যা বর্ণনা করার মতো নয়। এখন সেই গণহত্যার যুক্তরাষ্ট্রের স্বীকৃতি আদায়ে কাজ করছেন তিনি।
প্রতিনিধি পরিষদের দুই আইনপ্রণেতার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশিরা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা