অনলাইন ডেস্ক
সাকিব ও লিটন দাসের হাফ সেঞ্চুরিতে ১৭৩ রানের পুঁজিও পেয়েছিল টাইগাররা। তবে মোহাম্মদ সাইফউদ্দিনের বাজে বোলিং, ক্যাচ মিস সঙ্গে বাজে ফিল্ডিংয়ে এক বল বাকি থাকতে হারে তারা। তবে ম্যাচ শেষে সাকিব জানালেন, এদিন নিজেদের সেরা ক্রিকেট খেলেছে বাংলাদেশ।
যদিও টুর্নামেন্ট নিজেদের জন্য কঠিন ছিল বলে স্বীকার করেছেন সাকিব। কারণ চার ম্যাচের একটিতেও জিততে পারেনি বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে নিজেদের পারফরম্যান্স নিয়ে সাকিব বলেন, ‘এটা কঠিন ছিল কিন্তু আমি মনে করি আমরা আজকে আমাদের সেরা ক্রিকেট খেলেছি।
৪১ রানে ২ উইকেট হারালেও তৃতীয় উইকেটে দারুণ জুটি গড়ে তোলেন সাকিব ও লিটন। তারা দুজনে মিলে যোগ করেন ৮৮ রান। সেই সঙ্গে আউট হওয়ার আগে তারা দুজনই পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। মাঝের ওভারে দারুণ ব্যাটিং করলেও শেষ দিকে দ্রুত রান তুলতে পারেনি বাংলাদেশ। বিশেষ করে নিজেদের শেষ ওভারে ৩ রান তুলতে বাংলাদেশ হারিয়েছিল ২ উইকেট। তবে এসব পাশ কাটিয়ে বিশ্বকাপে ভালো করতে আশাবাদী সাকিব।
তিনি বলেন, ‘শেষ দিকে আমরা আরও কিছু রান করতে পারতাম। কিন্তু এমনটা ঘটতে পারে। আমরা মাঝের ওভারগুলোতে ভালো খেলেছি যেখানে আমাদের ঘাটতি ছিল। সামনের বিশ্বকাপে ভালো করাটা এখন আমাদের ওপর নির্ভর করবে।’
সাকিব আরও বলেন, ‘ইনিংসের শুরুতে যদি আমাদের বলা হতো আমরা ১৭৩ রান পাবো তাহলে আমি আনন্দের সঙ্গে গ্রহণ করে নিতাম। আমরা বিশ্বকাপে কোন দল নিয়ে খেলবো সে বিষয়ে আমরা একেবারে পরিষ্কার। তাই এটা ভালো ব্যাপার।’
টানা দুই ম্যাচ হাফ সেঞ্চুরি করলেও বল হাতে সুবিধা করতে পারছেন না সাকিব। বাঁহাতি এই স্পিনার এদিন ৩ ওভারে দিয়েছেন ২৮ রান। নিজের তৃতীয় ওভারে মোহাম্মদ নওয়াজ তাকে হাঁকিয়েছেন দুটি ছক্কা ও একটি চার। পুরো টুর্নামেন্টে নিজের বোলিং পারফরম্যান্স নিয়ে খুশি নন সাকিব। সেখানে উন্নতি করতে চান অভিজ্ঞ এই অলরাউন্ডার।
সাকিব বলেন, ‘আমার কাজ হলো দলের জন্য রান করা। যদিও আমার বোলিংটা আপ টু দ্য মার্ক হয়নি। এই একটা জায়গায় আমি উন্নতি করতে চাই। এই টুর্নামেন্টে অনেক উন্নতি করেছি। এটা আমাদের জন্য ইতিবাচক।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা