ভারতে বিরোধী দল কংগ্রেস নেত্রী প্রিয়াংকা গান্ধীকে পুলিশ ঘাড় ধাক্কা ও হেনস্তা করেছে বলে অভিযোগ উঠেছে।
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতার অভিযোগে গ্রেফতার অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারকে দেখতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, লখনৌর রাস্তায় যোগী আদিত্যনাথের পুলিশের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ালেন প্রিয়াংকা গান্ধী।
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতার অভিযোগে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারকে গ্রেফতার করেছে লখনৌ পুলিশ। প্রিয়াংকা গান্ধী শনিবার তাকে দেখতে গিয়ে বাধার মুখে পড়েন।
কিন্তু পুলিশের চোখ ফাঁকি দিয়ে দলীয় কর্মীর স্কুটারে করে ওই আইপিএস অফিসারের বাড়িতে যান প্রিয়াংকা।
তবে কংগ্রেস নেত্রী প্রিয়াংকার অভিযোগ, পুলিশ তাকে ঘাড় ধাক্কা দিয়ে আটকানোর চেষ্টা করেছে।
শুধু আটকায়নি, তার গলা টিপে ধরেছিলেন নারী পুলিশের এক কনস্টেবল। তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ারও অভিযোগ করেছেন কংগ্রেস নেত্রী।
খবরে বলা হয়, সিএএ নিয়ে বিক্ষোভের সময় গ্রেফতার সাবেক আইপিএস অফিসার এসআর দারাপুরী ও দলের নেত্রী সাদাফ জাফরের পরিবারের সঙ্গে দেখা করতে রওনা হন প্রিয়াংকা।
কিন্তু ইন্দিরা নগরে পৌঁছনোর আগে রাস্তাতেই যোগীর পুলিশ আটকায় তাকে। প্রিয়াংকার দাবি, তিনি কোথায় যাচ্ছেন, তা জানতই না পুলিশ। তা সত্ত্বেও তার গাড়ি আটকানো হয়। এর পর রাস্তায় হাঁটতে শুরু করেন তিনি। আচমকাই দলের এক কর্মীর স্কুটারের পেছনে বসে পড়েন প্রিয়াংকা।
পুলিশ পেছনে দৌড়াতে থাকে। তাকে থামাতে হিমশিম খেয়ে যায় পুলিশ। শেষ পর্যন্ত আটকানো হয় স্কুটারটিও। দ্রুত হাঁটতে শুরু করেন প্রিয়াংকা। আটকানোর চেষ্টা করেন নারী পুলিশের কয়েক জন কর্মী। ধাক্কাধাক্কির পরিস্থিতি সৃষ্টি হয়। তখনও পাশ কাটিয়ে বেরিয়ে যেতে সফল হন প্রিয়াংকা। <iframe width=”713″ height=”570″ src=”https://www.youtube.com/embed/G_LcJ5sw_gE” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>
পরে তিনি অভিযোগ করেন, তাকে হেনস্তা করেছে পুলিশ। প্রিয়াংকা বলেন, ‘নারী পুলিশের এক কনস্টেবল আমার গলা টিপে ধরে আটকানোর চেষ্টা করেছিলেন। এমন ভাবে ধাক্কা দেয়া হয়েছে যে পড়ে গিয়েছিলাম।’
শেষ পর্যন্ত কয়েক কিলোমিটার হেঁটেই প্রিয়াংকা পৌঁছান সাবেক আইপিএস অফিসারের বাড়িতে। দারাপুরীর বাড়িতে গিয়ে তার অসুস্থ স্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা