অনলাইন ডেস্ক
ব্রিটেনের স্থানীয় সময় সকাল ১০টা ৪৪ মিনিটে রানীর কফিন ওয়েস্টমিনস্টার অ্যাবেতে নিয়ে যাওয়া হবে। বিকেল ৩টা ৬ মিনিটে উইন্ডন্সরে পৌঁছাবে কফিন এবং রাজকীয় আনুষ্ঠনিকতা সেরে সন্ধ্যা সাড়ে সাতটায় উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জেস চ্যাপেলে সমাহিত হবেন রানী দ্বিতীয় এলিজাবেথ। একই দিনে সমাহিত করা হবে রাণীর প্রয়াত স্বামী প্রিন্স ফিলিপকেও।
গত ৮ই সেপ্টেম্বর ৯৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রানী দ্বিতীয় এলিজাবেথ। ৭০ বছরের শাসনে অসংখ্য স্মৃতি রেখে গেছেন তিনি।
রানির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার বিস্তারিত বিবরণ এরই মধ্যে প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে সোমবার (১৯শে সেপ্টেম্বর) সকালের দিকে রানীর মরদেহ ওয়েস্টমিনস্টার হল থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে নিয়ে যাওয়া হবে।
রাজা তৃতীয় চার্লস ও রাজপরিবারের সদস্যরা কফিনের সঙ্গে সঙ্গে পায়ে হেঁটে যাবেন। রাজকীয় নৌবাহিনীর ১৪২ জন নাবিক একটি কামানবাহী শকটে করে কফিনটি টেনে নিয়ে যাবেন। তখন সেখানে দুই হাজারেরও বেশি আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে।
সোমবার সকাল ১১টায় শেষকৃত্য শুরু হয়ে দুপুরের ঠিক আগে অনুষ্ঠানটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সারা দেশব্যাপী দুই মিনিটের নীরবতা পালন করা হবে।
ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার পর রানীর মরদেহ লন্ডনের পশ্চিমে উইন্ডসর ক্যাসলে নিয়ে যাওয়া হবে। সেখানে উইন্ডসর ক্যাসলের পাশে সেন্ট জর্জ গির্জায় আরেকটি ছোট প্রার্থনা হবে।
উইন্ডসরের ডিন সেখানে একটি প্রার্থনা পরিচালনা করবেন। প্রায় ৮০০ জন লোক এতে উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে। এসব হয়ে যাওয়ার পর সোমবারই রানীর পরিবারের ঘনিষ্ঠ লোকজনদের জন্য আরেকটি প্রার্থনা সভা হবে।
এরপর রানীকে সমাহিত করা হবে সেন্ট জর্জেস চ্যাপেলে। একই সাথে তাঁর স্বামী প্রিন্স ফিলিপকেও সমাহিত করা হবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা