অনলাইন ডেস্ক
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল বন্দরথানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এর আগে ভোরে বিজিবি সদস্যরা সীমান্তে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
এদিকে বেনাপোল সীমান্তের ভারত-বাংলাদেশ শূন্যরেখা থেকে গত এক বছরে ৩ টি মরদেহ উদ্ধার হলেও হত্যার কোন জট খুলতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সীমান্ত হত্যা বন্ধে ভারতের প্রতিশ্রুতির পরও একের পর এক ঘটনা ঘটছে হত্যাকাণ্ডের। বার বার এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার মানুষ।
বেনাপোল বন্দর থানার বাহাদুরপুর ইউনিয়নের ইউপি সদস্য রুহুল আমিন জানান, মঙ্গলবার সকালে যশোর সীমান্তের ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা সীমান্তে টহলের সময় দেখতে পায় শারীরিক নির্যাতনে এক যুবকের মরদেহ পড়ে আছে। পরে খবর শুনে গ্রামবাসী ও পুলিশ সদস্য ঘটনাস্থলে আসে। ধারণা হচ্ছে তাকে হত্যার পর পায়ে গামছা পেঁচিয়ে টেনে এনে রাতে বাংলাদেশ সীমান্তের ধান ক্ষেতে ফেলে দেয় বিএসএফ। নিহতের শরীরের পেটানোর ক্ষত রয়েছে বিভিন্ন স্থানে। মাঝে মধ্যে সীমান্তে বিএসএফের নির্যাতনে মানুষ আহত ও নিহত হলেও কখনো শিকার করেনা বিএসএফ।
যশোরের নাভরণ সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, সীমান্ত থেকে উদ্ধার মরদেহের শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। তাকে কে বা কারা হত্যা করেছে সেটি এ মুহূর্তে বলা যাচ্ছে না। মরদেহের ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করা হয়েছে। ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা