অনলাইন ডেস্ক
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে তিন উইকেটের ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ে। তিন সংস্করণ মিলিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে জিম্বাবুয়ের এটিউ প্রথম জয়।
আজ শনিবার টাউন্সভিলে জিম্বাবুয়ের এই জয়ের মূল কারিগর হলেন বোলাররা। আগে ব্যাট করতে নামা অসিদের রীতিমতো বোলিং দিয়ে চেপে ধরে জিম্বাবুয়ে। যার মধ্যে চমকটা বেশি দেখিয়েছেন পার্ট টাইম লেগ স্পিনার রায়ার্ন বার্ল। নিজের জ্বলে ওঠার দিন স্রেফ ৩ ওভারে মাত্র ১০ রান খরচায় তিনি তুলে নেন ৫ উইকেট।
তাতেই অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ মুখ থুবড়ে পড়ে। ক্রিকেটের শক্তিশালী দল অস্ট্রেলিয়া অলআউট হয়ে যায় মাত্র ১৪১ রানে। দলের হয়ে এক ওয়ার্নার ছাড়া কেউই ব্যাট হাতে থিতু হতে পারেননি। ৯৬ বলে তিনিই শুধুমাত্র ৯৪ রান করেন। বাকিরা শুধু মেতেছিলেন যাওয়া-আসার মিছিলে। এর মধ্যে শুধু ম্যাক্সওয়েল ১৯ রান করেছিলেন। বাকিরা কেউ ১০-এর ঘর পার করতে পারেননি।
রান তাড়া করতে নেমে ৬৬ বল হাতে রেখে জয় তুলে নেয় জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন অধিনায়ক রেজিস চাকাভা। ৩৫ রান করেন মারুমানি। ১৯ রান আসে কাইতানোর ব্যাট থেকে। ১০ রানে ৫ উইকেট নেওয়া বার্ল হয়েছেন ম্যাচ সেরা।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৩১ ওভারে ১৪১ (ওয়ার্নার ৯৪, ফিঞ্চ ৫, স্মিথ ১, কেয়ারি ৪, স্টয়নিস ৩, গ্রিন ৩, ম্যাক্সওয়েল ১৯, অ্যাগার ০, স্টার্ক ২, জ্যাম্পা ১*, হেইজেলউড ০; এনগারাভা ৬-১-২৭-১, নিয়াউচি ৬-৩-১৫-১, ইভান্স ৬-১-৩৫-২, উইলিয়ামস ৬-০-৩৬-১, রাজা ৪-০-১৫-০, বার্ল ৩-০-১০-৫)।
জিম্বাবুয়ে: ৩৯ ওভারে ১৪২/৭ (কাইটানো ১৯, মারুমানি ২৫, মাধেভেরে ২, উইলিয়ামস ০, রাজা ৮, চাকাভা ৩৭*, মুনিয়োঙ্গা ১৭, বার্ল ১১, ইভান্স ২*; স্টার্ক ৮-০-৩৩-১, হেইজেলউড ১০-২-৩০-৩, গ্রিন ৬-০-১৭-১, স্টয়নিস ২-০-৬-১, জ্যাম্পা ৮-০-৩২-০, অ্যাগার ৫-০-১৬-১)।
ফল : জিম্বাবুয়ে ৩ উইকেটে উইকেটে জয়ী।
সিরিজ : ৩ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : রায়ান বার্ল।
ম্যান অব দ্য সিরিজি: অ্যাডাম জ্যাম্পা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা