অনলাইন ডেস্ক
পাকিস্তানের দেয়া ১৪৯ রানের টার্গেটে খেলতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারালেও ভালোভাবে ম্যাচে ফিরেছিল ভারত। ভিরাট কোহলি ও রোহিত শর্মা মিলে গড়েছিলেন ৪৯ রানের জুটি। তবে ভারতের ইনিংসে লাগাম টেনে ধরেন মোহাম্মদ নওয়াজ।
অষ্টম ওভারের চতুর্থ বলে নওয়াজকে বিশাল এক ছক্কা মারেন রোহিত। এর পরের বল ডট দেন এই স্পিনার। ওভারের শেষ বলে ফের ছক্কা মারতে গেলে লং অনে ধরা পড়েন পাকিস্তানি ফিল্ডার ইফতিখার আহমেদের হাতে। ফলে ইতি ঘটে ভারত অধিনায়কের ১৮ বলে ১২ রানের ইনিংসের।
চতুর্থ উইকেটে রবিন্দ্র জাদেজার সঙ্গে ৩১ বলে ৩৬ রানের জুটি গড়ে ফেরেন সুরাইয়া কুমার যাদব (১৮)। এরপর হার্দিক পান্ডিয়ার সঙ্গে পঞ্চম উইকেটে ২৯ বলে ৫২ রানের পার্টনারশিপ গড়েন রবিন্দ্র জাদেজা। জয়ের জন্য শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল মাত্র ৭ রান। মোহাম্মদ নওয়াজের করা ওভারের প্রথম বলে বোল্ড হয়ে ফেরেন জাদেজা। এরপর দীনেশ কার্তিককে সঙ্গে নিয়ে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন হার্দিক পান্ডিয়া।
এর আগে দুবাইয়ে এই হাই-ভোল্টেজ ম্যাচে বাবর-রিজওয়ানের ওপেনিং জুটি মাত্র ১৫ রানে ভেঙ্গে দেন ভারতীয় পেসার ভুবেনশ্বর কুমার। বাবর আজম ফিরে যান মাত্র ১০ রান করে। অপর ওপেনার রিজওয়ান একাই লড়ে গেলেও অপর প্রান্ত থেকে সেভাবে সঙ্গ দিতে পারেননি কেউই। ইনিংসের ১৫তম ওভারে রিজওয়ান ও খুশদিলকে তুলে নেন দারুণ ছন্দে থাকা হার্দিক পান্ডিয়া। দলের হয়ে রিজওয়ান সর্বোচ্চ ৪৩ রান করেন। দুর্দান্ত বোলিংয়ে ভুবেনেশ্বর কুমার তুলে নেন সর্বাধিক ৪টি উইকেট। হার্দিক তুলেছেন ৩টি উইকেট।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা