ম্যানচেস্টার ইউনাইটেড, বার্সেলোনা, পিএসজি, জুভেন্টাসের মতো ক্লাবগুলো দলে নিতে চেয়েছিলেন ডি লিটকে। অবশেষে জুভেন্টাসকেই বেছে নিলেন আয়াক্সের এই অধিনায়ক। ক্লাবটির সঙ্গে ৬৭.৫ মিলিয়ন পাউন্ডে চুক্তি করতে ইতোমধ্যে তুরিনে পৌঁছেছেন তিনি।
জানা গেছে, বার্সেলোনা দলে নিয়ে আসতে চেয়েছিলেন এই ডাচ সেন্টার-ব্যাককে। কিন্তু লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের মতো তারকাদের সঙ্গে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়ে তিনি তুরিনের বুড়িদের জার্সিতে ক্রিস্টিয়ানো রোনালদো-পাওলো দিবালাদের সঙ্গে খেলতে আগ্রহী হন।
প্রাইভেট জেটে তুরিনে পৌঁছে ডি লিট বলেন, ‘আমি এখানে আসতে পেরে আনন্দিত।’
মূলত ২০১৮-১৯ চ্যাম্পিয়নস লিগের পরপরই বিশ্বের ধনী ক্লাবগুলোর নজরে চলে আসেন ডি লিট। তার নের্তৃত্বে রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের মতো ক্লাবগুলোকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ চারে খেলে আয়াক্স। সেমিফাইনালের দ্বিতীয় লেগে জয়সূচক গোল করেন তিনি।
২০১৬ সালে পেশাদারি ফুটবলে অভিষেক হওয়ার পর আয়াক্সের জার্সিতে ইরেডিভিসি ও ডাচ কাপ জিতেছেন ডি লিট। ২০১৭ সালে ইউরোপা লিগের ফাইনালও খেলেছেন তিনি।
NB:This post is copied from kalerkantho
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা