ফিলিপাইনে বড়দিনের উৎসবের মধ্যে প্রচণ্ড শক্তিতে আঘাত হানা টাইফুন ফ্যানফোনের তাণ্ডবে অন্তত ১৬ জনের প্রাণহানি ঘটেছে।
বুধবার টাইফুনটি ফিলিপাইনের প্রত্যন্ত বেশ কিছু গ্রাম ও কেন্দ্রীয় ফিলিপাইনের পর্যটন এলাকায় আঘাত হানে। এর বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটার। প্রচণ্ড ঝড়ে বহু বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। এছাড়া বিদ্যুৎবিচ্ছিন্ন হয়েছে পড়েছে বিভিন্ন স্থান।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ ছিল। বৃহস্পতিবার সকাল পর্যন্ত টাইফুনে মোট ক্ষয়ক্ষতির বিষয়টি তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
টাইফুন আঘাতের পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ১৬ জনের মৃত্যর বিষয়টি জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্টসহ বেশ কিছু স্থানীয় গণমাধ্যম।
টাইফুনের আঘাতে দেশটির কালিবো বিমানবন্দরে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। বোরাকে, কোরোন এবং অন্যান্য জনপ্রিয় পর্যটন এলাকায়ও আঘাত হেনেছে টাইফুন। বেশ কিছু সড়ক ঝড়ে বয়ে আনা আবর্জনার কারণে এখনও বন্ধ রয়েছে। তবে সেগুলো দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা