অনলাইন ডেস্ক
নিউ জিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টের পারফরম্যান্সে রুট উঠে এসেছিলেন দ্বিতীয় স্থানে। ট্রেন্ট ব্রিজ টেস্টে খেলেছেন ১৭৬ রানের ইনিংস। রুট ৮৯৭ রেটিং নিয়ে শীর্ষে অবস্থান করছেন। ৮৯২ পয়েন্ট নিয়ে লাবুশেন আছেন দ্বিতীয় স্থানে। এছাড়া শীর্ষ দশে আর কোনো পরিবর্তন ঘটেনি। ২০২১ সালের সেপ্টেম্বরের পর আবারও এক নম্বরে রুট। স্টিভ স্মিথ তৃতীয়, বাবর আজম চতুর্থ ও কেন উইলিয়ামসন পঞ্চম স্থানে রয়েছেন।
শীর্ষে থাকা মার্নাস লাবুশেনের সঙ্গে তার পয়েন্ট ব্যবধান ছিল মাত্র ১০। ট্রেন্ট ব্রিজের প্রথম ইনিংসে আরেকটি সেঞ্চুরি করে সেই ব্যবধান ঘুচিয়ে শীর্ষে ফিরলেন বর্ষসেরা আইসিসি টেস্ট ক্রিকেটার। ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল ৩৩ ধাপ এগিয়ে ১৭তম স্থানে উঠে এসেছেন। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস ৫ ধাপ এগিয়ে ২২তম স্থানে । অন্যদিকে ২ ধাপ পিছিয়ে ৩৪তম স্থানে নেমে গেছে বাংলাদেশের বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। দুই ধাপ পিছিয়েছেন সাকিব আল হাসানও (৪৬)।
বোলিং র্যাংকিংয়েও কিছু পরিবর্তন এসেছে। কিউই পেসার কাইল জেমিসন তিন ধাপ নেমে ষষ্ঠ স্থানে। তাতে ভারতীয় গতি তারকা জাসপ্রীত বুমরাহ (তৃতীয়), পাকিস্তান পেসার শাহীন আফ্রিদি (চতুর্থ) ও দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদার (পঞ্চম) উন্নতি হয়েছে। নিউ জল্যান্ডের অভিজ্ঞ বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট ট্রেন্ট ব্রিজে ইনিংসে ৫ উইকেটসহ মোট ৮ উইকেট নিয়ে চার ধাপ এগিয়ে নবম স্থানে। শীর্ষস্থানে আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা