পাচ্ছেন সচিব পদমর্যাদা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এ সংক্রান্ত চিঠি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তার কাছে হস্তান্তর করা হয়েছে।
চিঠিতে লেখা হয়েছে, ডা. এ বি এম আব্দুল্লাহ প্রাক্তন চেয়ারম্যান এবং অধ্যাপক, মেডিসিন বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-কে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে ইহার মধ্যে যেটি আগে ঘটে সেই সময় পর্যন্ত সরকারের সচিব পদমর্যাদায় ও আনুষাঙ্গিক সুবিধাদি সহ মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ওয়ালিউর রহমান স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানা গেছে।
এ প্রসঙ্গে ডা. এ বি এম আব্দুল্লাহ বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে (সচিব পদমর্যাদায়) নিয়োগ প্রদান করায় ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা