শীতের প্রভাবে ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত ৫০ দিনে সারা দেশে মারা গেছে ৪৯ জন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের হিসাব অনুযায়ী, গত ১ নভেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত ৫০ দিনে বিভিন্ন রোগে মারা গেছেন ৪৯ জন।
এরা শ্বাসতন্ত্রে সংক্রমণ, ডায়রিয়াসহ অন্যান্য রোগে আক্রান্ত হয়ে মারা যান বলে জানা গেছে।
এ সময় ঢাকা বিভাগে শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয় ৯ হাজার ৫৬২ জন, ডায়রিয়ায় ২২ হাজার ৬৪৩ জন এবং অন্যান্য রোগে আক্রান্ত হন ১২ হাজার ৫৬৫ জন। এদের মধ্যে শ্বাসতন্ত্রের সংক্রমণে একজন এবং অন্যান্য অসুস্থতায় চারজন মারা যান।
রাজশাহী বিভাগের আট জেলায় শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয় এক হাজার ৬০০ জন। এছাড়া, ডায়রিয়ায় ৯ হাজার ৯৩১ জন এবং অন্যান্য রোগে আট হাজার ৯৩৫ জন আক্রান্ত হয়েছে। এ বিভাগে মারা গেছেন চার জন।
চট্টগ্রাম বিভাগের ১১ জেলায় শ্বাসতন্ত্রের সংক্রমণে ছয় হাজার ৪৭৮ জন, ডায়রিয়ায় ১৭ হাজার ২১১ জন এবং অন্যান্য রোগে ৪৮ হাজার ২৭১ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে শ্বাসতন্ত্রের সংক্রমণে মারা গেছে ১১ জন, ডায়রিয়ায় তিনজন এবং অন্যান্য রোগে আটজন মারা যান।
রংপুর বিভাগের আট জেলায় গত ৫০ দিনে শ্বাসতন্ত্রের সংক্রমণে তিন হাজার ৪৩৩ জন, ডায়রিয়ায় আট হাজার ৯৫৬ জন, আর অন্যান্য অসুস্থতায় চার হাজার ৯৯৮ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে শ্বাসতন্ত্রের সংক্রমণে দু’জন, ডায়রিয়াতে একজন এবং অন্যান্য অসুখে ১০ জন মারা গেছেন।
খুলনা বিভাগের ১০ জেলায় এক নভেম্বর থেকে শ্বাসতন্ত্রের সংক্রমণে ছয় হাজার ৪৫৩ জন, ডায়রিয়াতে ১৭ হাজার ৮৮৪ জন, আর অন্যান্য অসুস্থতায় ১৭ হাজার ৫৯৯ জন আক্রান্ত হয়েছেন।
বরিশালের ছয় জেলাতে এক নভেম্বর থেকে শ্বাসতন্ত্রের সংক্রমণে এক হাজার ২৬৯ জন, ডায়রিয়ায় পাঁচ হাজার ২৬৪ জন, আর অন্যান্য অসুখে পাঁচ হাজার ৭৮৫ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়ে একজন এবং অন্যান্য অসুখে আক্রান্ত হয়ে চার জন মারা গেছেন।
সিলেট বিভাগের চার জেলায় শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৩২১ জন। এছাড়া, ডায়রিয়ায় আট হাজার ৯৪০ জন এবং অন্যান্য অসুখে তিন হাজার ৯৯০ জন আক্রান্ত হয়েছেন।
কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার বলেন, ‘দেশের ৬৪ জেলার সিভিল সার্জন অফিসের দেওয়া তথ্যানুসারে এই হিসাব করা হয়েছে। এতে রাজধানী ঢাকা শহরের কোনও সরকারি ও বেসরকারি হাসপাতালের তথ্য নেই।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা