অনলাইন ডেস্ক
বুধবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এস জয়শঙ্কর আগামী ২৮ থেকে ৩০ এপ্রিল বাংলাদেশ ও ভুটান সফর করবেন। বাংলাদেশ সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গেও আলোচনা করবেন।
এর আগে মঙ্গলবার (২৬ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, এই সফরে এস জয়শঙ্কর বাংলাদেশকে সুখবর দেবেন। তবে কী সুখবর দেবেন, তা তিনি স্পষ্ট করেননি।
ড. মোমেন আরও বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সম্ভাব্য সফরে তিস্তার পানি বণ্টন, সীমান্ত হত্যা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে বিশেষভাবে আলোচনা হবে।
জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছর ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা এসেছিলেন। ওই সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানান। এবার শেখ হাসিনার ভারত সফরের জন্য মোদির আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র নিয়ে ঢাকা আসছেন এস জয়শঙ্কর। আগামী জুনের মাঝামাঝি শেখ হাসিনা ভারত যাবেন বলে আশা করা যাচ্ছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা