অনলাইন ডেস্ক
বর্তমান সরকারের দমন-পীড়নে নেতা-কর্মীদের অবস্থা তুলে ধরতে গিয়ে রোববার (১০ এপ্রিল) ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ইফতার অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।
তিনি বলেন, আপনারা জানেন যে; গণতান্ত্রিক সংগ্রামে এখন পর্যন্ত আমাদের ৬ শ’র অধিক নেতাকর্মী গুম হয়েছে। সহস্রাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে গৃহবন্দি করে রাখা হয়েছে অসুস্থ অবস্থায়। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় নির্যাতন ও সাজা দিয়ে তাকে নির্বাসিত অবস্থায় রাখা হয়েছে।’
ফখরুল বলেন, ‘সার্বিক অবস্থায়, আমাদের সকলের দম বন্ধ হয়ে আসছে এই রকম একটা অবস্থা। মানুষ এখন অস্থির হয়ে গেছে। এই সরকারের পতন তারা দেখতে চায়। তারা দেখতে চায়, এখানে সত্যিকার অর্থেই জনগণের একটা সরকার প্রতিষ্ঠিত হোক।’
এই লক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।
অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে ভিডিও কলের মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সংক্ষিপ্ত আলোচনা সভায় গুম হওয়া নেতাকর্মীদের পরিবারের সদস্যরাও তাদের স্বজন ফিরে পাওয়ার আকুতির কথা প্রকাশ করেন।
ইফতারের পর গুম হওয়া নেতাকর্মীদের পরিবারের সদস্যদের তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার দেওয়া হয়।
সাতারকুলের মাদানী এভিনিউতে গ্রীনভিল আউটডোরসে ঢাকা মহানগর উত্তরের সহস্রাধিক নেতাকর্মী এই ইফতারে অংশ নেন।
মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় ইফতার মাহফিলে মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মীর নাসির, আবদুস সালাম, তাহসিনা রুশদীর লুনা, খায়রুল কবির খোকন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, তাবিথ আউয়াল, ২০ দলীয় জোটের ফরিদুজ্জামান ফরহাদ, মোস্তাফিজুর রহমান ইরান, সৈয়দ এহসানুল হুদা, আজহারুল ইসলাম, শাহাদাত হোসেন সেলিম, সাইফুদ্দিন মনি, সৈয়দ মাহবুব হোসেনসহ মহানগর উত্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা