ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ এর মৃত্যুতে বেসরকারি সংস্থা ডরপ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। এক শোকবার্তায় ডরপ এর প্রতিষ্ঠাতা ও গুসি আন্তর্জাতিক শান্তি পুরষ্কার বিজয়ী এএইচএম নোমান বলেন, তার নীতি ও আদর্শ এনজিও সেক্টরের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
শনিবার (২১ ডিসেম্বর) এক শোক বার্তায় এএইচ নোমান মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক বার্তায় নোমান বলেন, স্যার ফজলে হাসান আবেদের মৃত্যু বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার নীতি ও আদর্শ এনজিও সেক্টরের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। ব্যক্তি জীবনে স্যার ফজলে হাসান আবেদ ১৯৭০ এর ১২ নভেম্বরের প্রলয়ংকারী ঘূর্নিঝড় পরবর্তী ধ্বংস থেকে সৃষ্টির উন্নয়ন সমসাময়িক সহযোদ্ধা ছিলাম। মৃত্যুর আগমূহুর্ত পর্যন্ত তিনি উন্নয়ন তথা, সাধারণ মানুষের কল্যাণে কাজ করে গেছেন।
উল্লেখ্য, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ(৮৩) শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্নলিল্লাহি…রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে এবং তিন নাতি-নাতনি রেখে গেছেন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা