অনলাইন ডেস্ক
সেসব এখন অতীত। বাংলাদেশের সামনে এখন দক্ষিণ আফ্রিকা মিশন। ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়ার পর এবার সাদা পোশাকে রাঙানোর পালা। মাউন্ট মঙ্গানুইয়ের সেই আবহ ধরে রেখে দক্ষিণ আফিকায়ও জিততে চান এবাদত।
চ্যাটওয়ার্থে চলছে মুমিনুল হকের দলের প্রস্তুতি। অবশ্য তার আগেই কেপটাউনে গ্যারি কারস্টেনের একাডেমিতে টেস্ট দলের সদস্যরা ঝালিয়ে নিয়েছেন নিজেদের। ৩১ মার্চ থেকে ডারবান টেস্ট দিয়ে শুরু হবে দুই ম্যাচের সিরিজ।
দক্ষিণ আফ্রিকা থেকে পাঠানো ভিডিও বার্তায় শনিবার (২৬ মার্চ) এবাদত বলেছেন, ‘বছরের শুরুতে আমরা খুব ভালো শুরু করেছি মাউন্ট মঙ্গানুই টেস্ট দিয়ে। ওখান থেকে আমাদের পুরো টিমের আত্মবিশ্বাস আসলে বেড়ে গেছে। আমরা সবাই চেষ্টা করছি যে, যেহেতু আমাদের এ বছরটা ভালোভাবে শুরু করেছি, এ আত্মবিশ্বাস নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। আমরা ওয়ানডে সিরিজ জিতেছি। এই টেস্ট সিরিজও আমরা জিততে চাই।’
চ্যাটওয়ার্থে বাংলাদেশ আজ ম্যাচের আবহে অনুশীলন করে। এভাবে নিজেদের শাণিয়ে নিতে পেরে এবাদত যে উজ্জীবিত, সেটি বোঝা যায় তার কথায়। তিনি মনে করেন, অনুশীলন ম্যাচের উইকেটের মতো ম্যাচেও একই উইকেট থাকবে।
‘আজকে অনুশীলন ম্যাচের বদলে ম্যাচ সিনারি করেছি ওখানে ( চ্যাটওয়ার্থ)। উইকেট আসলে খুবই ভালো। আশা করছি, সিমিলার উইকেট থাকবে ম্যাচে। ওভাবেই চেষ্টা করছি নিজেদের মতো প্রস্তুতি নিতে। উইকেটটা ভালো। চেষ্টা করছি নিজের লাইন এবং লেন্থ ঠিক রেখে বল করতে, প্রস্তুতিটা যাতে ভালো হয়।’
নিজেদের উন্নতি প্রসঙ্গে এবাদত বলেন, ‘অবশ্যই আপনি এখন যদি আমাদের ফাস্ট বোলারদের উন্নতিটা খেয়াল করেন, আলহামদুলিল্লাহ লাস্ট এক দেড় বছর ধরে তাসকিন-শরিফুল-মোস্তাফিজ সবাই আমরা খুব ভালো করার চেষ্টা করছি। শেষ সিরিজটায় (ওয়ানডে) দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের হারানো আসলে খুবই কঠিন ছিল।’
এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশ ছয়টি টেস্ট খেলেছে। তার প্রত্যেকটিতেই হেরেছে বড় ব্যবধানে। ৫টি ছিল ইনিংস ব্যবধানে হার। আর একটি ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হার। এছাড়া, বাংলাদেশের মাটিতে ৬ টেস্ট খেলে সাফল্য বলতে দুটি ম্যাচে ড্র। অর্থাৎ, এই সংস্করণে প্রোটিয়াদের বিপক্ষে কোনো জয় নেই।
মাউন্ট মঙ্গানুই বিজয়ের আগে কিউইদের মাটিতে কোনো সাফল্য ছিল না। ঠিক তেমনি নেই দক্ষিণ আফ্রিকাতেও। এবাদতরা মাউন্ট মঙ্গানুইয়ে সাফল্য পেয়েছেন। এবার ডারবানে কি নতুন ইতিহাস লিখতে পারবেন?
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা