অনলাইন ডেস্ক
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে প্রোটিয়াদের ইনিংস ও ২৭৬ রানের বড় ব্যবধানে হারায় নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই প্রথম ইনিংস ব্যবধানে জয়ের স্বাদ পেল কিউইরা। নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে অন্যতম বড় জয়ও এটি। এর চেয়ে বড় জয় আছে মাত্র দুটি, ওই দুটিই জিম্বাবুয়ের বিপক্ষে।
ম্যাচটিতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে হেনরির বোলিংয়ে মাত্র ৯৫ রানেই অলআউট হলো দক্ষিণ আফ্রিকা। দীর্ঘ ৯০ বছর পর টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে একশোর নিচে গুটিয়ে প্রোটিয়ারা।
হালকা ঘাসের উইকেটে হেনরি হয়ে উঠে ওঠেন রীতিমতো ভয়ংকর। দাপুটে বোলিংয়ে মাত্র ২৩ রান খরচ করেই তিনি তুলে নিলেন সাত উইকেট। এটি তাঁর ক্যারিয়ারসেরা বোলিং। শুধু তাই নয়, ৭৯ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারেও ক্যারিয়ারসেরা বোলিং এটি।
প্রোটিয়াদের অল্পতে থামিয়ে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৪৮২ রানের বড় ইনিংস খেলে নিউজিল্যান্ড। সেঞ্চুরিতে ১০৫ রান করেন হেনরি নিকোলস। ৯৬ রানের ইনিংস উপহার দেন টম ব্লান্ডেল। ভালো পারফর্ম করেন বাকিরাও।
বড় লিড পাওয়া নিউজিল্যান্ড এরপর আজ শনিবার প্রোটিয়াদের থামিয়ে দেয় মাত্র ১১১ রানে। দ্বিতীয় ইনিংসে বল হাতে দারুণ খেলেন টিম সাউদি। ৩৫ রান দিয়ে পাঁচটি উইকেট নেন তিনি। দুটি করে নেন ম্যাট হেনরি ও নিল ওয়াগন্যার। আগামী শুক্রবার থেকে ক্রাইস্টচার্চেই মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ৯৫
নিউ জিল্যান্ড ১ম ইনিংস : ৪৮২
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস : ৪১.৪ ওভারে ১১১ (আগের দিন ৩৪/৩) (ফন ডার ডাসেন ৯, বাভুমা ৪১, হামজা ৬, ভেরেইনা ৩০, ইয়ানসেন ১০, রাবাদা ০, স্টুয়ারম্যান ১১, অলিভিয়ে ০*; সাউদি ১৭.৪-৬-৩৫-৫, হেনরি ১১-৪-৩২-২, জেমিসন ৬-০-২৪-১, ওয়্যাগনার ৭-২-১৯-২)।
ফল: নিউজিল্যান্ড ইনিংস ও ২৭৬ রানে জয়ী।
সিরিজ: ২ ম্যাচ সিরিজে নিউ জিল্যান্ড ১-০তে এগিয়ে।
ম্যান অব দ্য ম্যাচ : ম্যাচ হেনরি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা