অনলাইন ডেস্ক
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটুর পক্ষে রেলস্টেশন চত্বরে ক্যাম্পেইন উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের সচিব রাজীব কুমার সরকার।
সিটি করপেরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ.কে দেবনাথ জানান, ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত আটটি কেন্দ্রে ছিন্নমূল মানুষদের মধ্যে করোনার প্রথম ডোজের টিকা দেওয়া হবে। এর একমাস পর আবারো একই স্থানে দ্বিতীয় ডোজের টিকা প্রদান করা হবে।
তিনি আরও জানান, এই ক্যাম্পেইনে টিকা নিতে উদ্বুদ্ধ করতে ইতোমধ্যে ১০ হাজার লিফলেট বিতরণ করা হয়েছে। এছাড়া প্রতিটি ওয়ার্ডে মাইকিং চলমান আছে। রিকশা, অটোরিকশা ও ভ্যানচালক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় করে তাদের সহযোগিতা চাওয়া হয়েছে।
যেসব কেন্দ্রে টিকা কর্মসূচী চলবে সেগুলো হল-শিকারিকান্দা, ঢাকা বাইপাস, শম্ভুগঞ্জ বাজার তিন রাস্তার মোড়, চরপাড়া, রেলস্টেশন চত্বর, সুতিয়াখালী তিন রাস্তার মোড়, আকুয়া বাইপাস মোড় এবং রহমতপুর বাইপাস মোড়।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা